শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দেশ চলছে হিরক রাজার মন্ত্রিসভায়: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের মতামত উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। ক্ষমতাসীনরা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। বর্তমানে দেশ চলছে হিরক রাজার মন্ত্রিসভায়।

শুক্রবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর বিএনপি উত্তর শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি এবং বিরোধীদলের নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে বিচার বিভাগকে দিয়ে সাজা দিয়ে কারাগারে আটকে রাখার চক্রান্ত করা হচ্ছে। কিন্তু মামলা মোকদ্দমা দিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখতে পারেনি, আর এবারও পারবে না।

তার দাবি, সরকার নিজেদের কাটাছেঁড়া সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছে। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে একতরফা নির্বাচন করার চক্রান্ত করছে। কিন্তু বিএনপি আর বোকা সেজে সেই নির্বাচনে অংশ নেবে না, নির্বাচন হতেও দেবে না ‌।

বিএনপি মহাসচিব বলেন, ইইউ প্রতিনিধি দল এদেশ সফর করে সব পর্যায়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে জানিয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।

ইইউ’র প্রতিনিধি দল না পাঠানোর বিষয়ে তিনি বলেন, বাজেট ঘাটতির জন্য নয়, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলেই তারা পর্যবেক্ষক দল পাঠাবে না।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) গুরুতর অসুস্থ। আজ আবার তাকে সিসিইউতে নেয়া হয়েছে। সরকার শর্ত দিয়েছে চিকিৎসার জন্য খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না।

বারবার বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে মানবিক কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হোক। প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নেয়ার অতীতে অনেক নজির আছে। বর্তমান প্রধানমন্ত্রী নিজেও প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়া বাইরে বের হলে তার ডাকে মানুষ ঐক্যবদ্ধ হবে, সরকার এই ভয়ে রয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে যেকোনো দুর্ঘটনার জন্য সরকার দায়ি থাকবে।

ফখরুল বলেন, সারাদেশে আজ তরুণরা ঐক্যবদ্ধ। তারা জানিয়ে দিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। ‌সবাইকে বেরিয়ে এসে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে হবে। সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। চলমান আন্দোলন আরও তীব্র হবে, ফয়সালা হবে রাজপথে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।

এদিকে একই দাবিতে বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ শাখার আয়োজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ পোড়ামাটি নীতি অবলম্বন করছে। বিএনপি এমন আন্দোলন করবে যার তোড়ে সরকার ভেসে যাবে। কাটাছেঁড়ার সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না

তিনি বলেন, গত ১৫ বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। শুধু মানুষের জীবনের দাম কমে গেছে। আওয়ামীকে ক্ষমতা থেকে সরাতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক