বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ তামিম আছেন মাহমুদউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই সাথে দু’দিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। দলে নেই অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে দল ঘোষণা করা হয়।

tamim

যারা আছেন স্কোয়াডে

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন বিশ্বকাপের ১৫ জনের দলে।

এছাড়া বিশ্বকাপের যাওয়া বাকি সদস্যদের নাম অনুমিতই ছিল। সাকিব আল হাসানের নেতৃত্বে নাজমুল শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, তাসকিনদের বিশ্বকাপ দলে জায়গা পাকা ছিলো।

টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল তানজিদ তামিম ও তানজিম সাকিবের মধ্যে কাকে বেছে নেওয়া হবে। তামিম ইকবাল না থাকায় ওই প্রশ্নের উত্তর সহজে মিলে গেছে।

তামিম ইকবাল দীর্ঘ ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলে ৪৪ রান করেছিলেন। কিন্তু কোমরের অস্বস্তি থেকে মুক্তি মেলেনি তার। তামিমকে তাই বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বকাপ দলের রয়েছেন সাম্প্রতিক সময়ে আলোচিত ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন এই তরুণ পেসার। তবে তার কিছু ফেসবুক পোস্টের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য ক্ষমা চান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালো বোলিং করেছিলেন তানজিম সাকিব। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। তবে শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল।

আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আসর শুরু করবে। ওই আসরে দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাজমুল শান্তকে। এর আগে দলের সহ-অধিনায়ক ছিলেন লিটন দাস।

সর্বশেষ - আন্তর্জাতিক