বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভিসা নীতি নিয়ে বিএনপি কেন বিপদে পড়বে, বরং আরও শক্তিশালী হয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার।’

‘এই কর্তৃত্ববাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছে। তাদের কথাবার্তা শুনে মনে হয়, এ দেশে শুধু তারাই থাকতে পারবে। সরকারের লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি বিপদে আছে। বিএনপি কেন বিপদে পড়বে? আসলে বিএনপির কোনো বিপদ নেই, বরং আন্দোলন করতে গিয়ে আরও শক্তিশালী হয়েছে বিএনপি।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা নীতি প্রসঙ্গে বলেন, ‘আজ মির্জা ফখরুল ধমক দিয়ে নিষেধাজ্ঞার কথা বলে। নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখায় মির্জা ফখরুল!’

রের ওই বক্তব্যের জবাবে আজ (বুধবার) মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারকে সরকার বলা যায় না। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম শুধু ভূখণ্ড বা ম্যাপ পাওয়ার জন্য নয়। আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে, যেখানে আমার কথা বলার অধিকার, সংগঠন করার অধিকার থাকবে। গতকাল এক ছেলের সঙ্গে কথা হলো। সে বিসিএস লিখিত পরীক্ষায় পাস করেছে। কিন্তু পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকায় চাকরি হয়নি। বিএনপি পরিবারের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলে তার চাকরি-প্রমোশন হয় না। প্রত্যেক মানুষ আজ মিথ্যা মামলার জ্বালায় অসহ্য হয়ে পড়ছে।’

বিএনপির সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহকে স্মরণ করে তিনি বলেন, সেনাবাহিনী থেকে যে নেতা বের হয়ে আসেন তিনি যোগ্যতা-দক্ষতা নিয়ে বের হয়ে আসেন। বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের রাজনীতিকে ভালোবেসে, বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ওনার মতো নেতা খুব কমই পাওয়া যায়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে : মির্জা ফখরুল

মতিঝিলে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

পুলিশ জনগণের শত্রু নয়, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনও সমাধান হতে পারে না: তারেক রহমান

মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা

ভারতকে ট্রানজিট দিয়ে কোনো ক্ষতি হয়নি। বরং নানাভাবে লাভবান হয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

জয় দিয়ে কোপার মিশন শুরু আর্জেন্টিনার

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

ছাত্রলীগকে নিষিদ্ধ করলো সরকার

পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরং আরও হয়রানি করছে: মির্জা ফখরুল