বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গণ চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম এই সভার আয়োজন করেন।
সভায় চীনা রাষ্ট্রদূত বলেন, চীন চায় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে করে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন করতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থনে সন্তোষ প্রকাশ করে ইয়াও ওয়েন বলেন, আমার পূর্ণ আস্থা আছে- বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও উন্নত হবে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশ-চায়না সম্পর্ক আরও গভীর হবে। এই দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছি। বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে চীন।












The Custom Facebook Feed plugin