বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জনগণ সাথে আছে, ষড়যন্ত্রকে ভয় পাই না: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১১, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপরে আল্লাহ, নিচে আমার দলের লোক। বরাবরই দলের লোক, দেশবাসী আমাকে ঢাল হয়ে রক্ষা করেছে।

বুধবার টুঙ্গিপাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। গত ১৪ বছরে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আমরা দেশব্যাপি উন্নয়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম।

আসন্ন নির্বাচন নিয়ে চিন্তা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আমাদের সাথে আছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র সবসময়ই থাকে। আমি সেটা ভয় পাই না। গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক সব সময়ই বড়ো বড়ো আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।

সর্বশেষ - আইন-আদালত