বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

প্রাথমিকভাবে কক্সবাজারে বায়ু বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু 

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১২, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কক্সবাজার বায়ু বিদ্যুৎকেন্দ্র। পরীক্ষামূলক উৎপাদনে সফল হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করে এ কেন্দ্রটি।

দেশের বায়ু বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রটিই সবচেয়ে বড়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চীনের অর্থায়নে ও কারিগরি সহায়তায় কক্সবাজারের এ বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ বেসরকারি উদ্যোগর এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বায়ু বিদ্যুৎ প্রকল্পটি চায়না ও বাংলাদেশের টেকসই উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সহায়ক হবে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি থেকে বাংলাদেশে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে পাশে থাকবে চীন।

বায়ু বিদ্যুতে সফল হওয়ার পর বাংলাদেশে এখন এই খাতে বিনিয়োগ আসছে বলে অনুষ্ঠানে জানান বিদ্যুৎ খাতের নীতিনির্ধারকরা।

সর্বশেষ - আন্তর্জাতিক