বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতার শতভাগ প্রয়োগ করবে ইসি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১২, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ

সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে সেটার শতভাগ প্রয়োগ করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সবার সহযোগিতা প্রত্যাশা করেছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বৃহস্পতিবার (১২ অক্টোবর) সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

জাহাংগীর আলম বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনেও কমিশন বদ্ধপরিকর।

আইনে কমিশনের যে ক্ষমতা দেয়া হয়েছে, তার প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন ইসি সচিব।

এদিন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

বৈঠকের বিষয়ে শমসের মবিন চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে আমরা কিছু সুপারিশ তুলে ধরেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব কমিশনের বলে আমরা মনে করি।

জনগণের নির্বাচনমুখী হওয়ার স্বার্থে যারা বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কমিশন যেন ব্যবস্থা নেয় সে আহ্বান জানান শমসের। তিনি বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে। জনগণের আস্থা ফেরানোর বিষয়ে আমরা কমিশনকে জোর দিয়েছি।

তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল হওয়ায় তারা ভোটের অংশ নেবেন বলেও জানান তিনি।

এদিকে নির্বাচন কমিশন সচিব জানান, তৃণমূল বিএনপির সঙ্গে তারা খোলামেলা আলাপ করেছেন। কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরেছেন তৃণমূল বিএনপি।

সর্বশেষ - আন্তর্জাতিক