শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৩, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটা শুরু হবে ম্যাচটি।

তূতীয় ম্যাচে টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলে যাওয়া নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

 

বাংলাদেশের সামনে কিউই চ্যালেঞ্জ

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুই ম্যাচের মধ্যে একটিতে জয় থাকলেও আরেকটিতে বিশাল ব্যবধানের হারে রান রেটে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা।

অন্যদিকে নিজেদের আগের দুই ম্যাচের দুটিতেই বিশাল জয় পাওয়ায় ফুরফুরে মেজাজেই আছে ব্ল্যাকক্যাপরা। চেন্নাইয়ের পি চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ব্ল্যাকক্যাপদের শক্তি আরও বাড়ছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ফেরায়। বাংলাদেশ অবশ্য বরাবরের মতোই প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে কিউই অধিনায়ক জানালেন, বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

উইলিয়ামসন বলছিলেন, ‘নিশ্চিতভাবেই উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে তারা খুব ভালোভাবে পরিচিত। দলে বেশ কয়েকজন ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়ও আছে। আর আমি ঘুরিয়ে–ফিরিয়ে এটিই বলি, বৈশ্বিক টুর্নামেন্টে এমন অনেক দল থাকে, যারা কন্ডিশন ভেদে যে কাউকে হারাতে পারে।’

এদিকে ওপেনিং নিয়ে অনেকটাই চিন্তিত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে এই বিষয় নিয়ে চিন্তা করতে নারাজ টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে জানালেন, ওপেনিং নিয়ে চিন্তাই বাদ দিয়েছেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক