শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন নাটক: হাসিনা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৪, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার নামে বিএনপি অনশনের নাটক করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আজকে দেখি, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি নেতারা অনশন করে। আমি জিজ্ঞেস করি, তারা কয়টা থেকে অনশন শুরু করেছিল? বাসায় কী দিয়ে নাস্তা করে এসেছে? বাড়িতে কী দিয়ে ভাত খাবে? কয় ঘণ্টার অনশন? নাটক করারও একটা সীমা থাকে। (তারা) এই নাটকই করে যাচ্ছে।

শনিবার রাজধানীর কাওলায় ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সমাবেশে তিনি এসব কথা বলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতো অসুস্থ, তাহলে ছেলে কেন দেখতে আসে না, কেমন ছেলে সে। তারা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, কিন্তু তাকে নেবে কে? ছেলে তাকে নেবে! সে আশা দূরাশা।

তিনি বলেন, খালেদা জিয়া কখনোই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই, যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছিলো। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির কোনো অবদানই নেই, আর তারা করতেও চায় না।

প্রধানমন্ত্রী জানান, কানাডার পুলিশ খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য দিতে প্রস্তুত। কিন্তু যখনই মামলা চলে, তখনই খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ে। খালেদা জিয়ার ভাই-বোন প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসে। গণভবনে এসে আমার কাছে কান্নাকাটি করে।

 

বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা নাকি আমাদের উৎখাত করে দেবে। সময় দিয়েছিল ১০ ডিসেম্বর। বিজয়ের মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে? যে সরকার জনগণের রায় নিয়ে বারবার নির্বাচিত হয়েছে। দেশের মানুষ এটা মেনে নিতে পারে না।’

দেশের মানুষ ভোট চোরকে কখনও ক্ষমতায় রাখে না। ভোট চুরির কারণে খালেদা জিয়াকে ক্ষমতাচূত করেছিলো মানুষ, যোগ করেন প্রধানমন্ত্রী।

বিএনপির জন্ম হত্যার মধ্য দিয়ে হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আইন করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি, যাতে নির্বাচন স্বচ্ছ হয়। আর নির্বাচনকে প্রভাবিত করেছে বিএনপি, ভুয়া ভোটার তৈরি করেছে।

তিনি বলেন, জিয়া, এরশাদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি আর যুদ্ধাপরাধীর দল জামায়াত মিলে দেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা মানুষের আর্থ সামাজিক উন্নতি সহ্য করতে পারে না। তারা ক্ষমতায় থাকতে মানুষের অর্থ-সম্পদ লুট করেছে।

বিএনপি সরকারে থাকার সময় মানুষ সন্ত্রাস, জঙ্গিবাদে অতিষ্ট ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু ক্ষতি করতে পারে। খুনিদের দল, মানুষ খুন করা যাদের অভ্যাস তারা জনগণের কল্যাণ করতে পারে না। বিএনপি দেশের আদর্শে বিশ্বাস করে না।

সর্বশেষ - আন্তর্জাতিক