মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: আইনমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৭, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

সংবিধানে নির্বাচনকালীন সরকারের কথা না থাকায় ওই সময় কেমন সরকার হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন। তিনি চাইলে ছোটও করতে পারেন, প্রয়োজন মনে করলে যেভাবে আছে, সেভাবেই থাকতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকারের কথা বলা নাই। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কেবিনেটে কতজন মন্ত্রী থাকবেন।’

‘যদি তার সকলের প্রয়োজন থাকে তাহলে সকলেই থাকবেন। আর যদি তিনি মনে করেন ছোট আকারের মন্ত্রিসভা করতে পারেন। সেটা তার ইচ্ছা। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নিজ দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

ঢাকায় সন্ত্রাসী জড়ো করছে বিএনপি: কাদেরঢাকায় সন্ত্রাসী জড়ো করছে বিএনপি: কাদের
তিনি বলেন, শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এখন যে সংশোধনীগুলো আছে সেটার বিষয়ে আইএলও’র কিছু বক্তব্য আছে।

‘কিছু কিছু ব্যাপারে আজ সমাধান করে ফেলেছি। আর কিছু বিষয়ে আগামী ২২ অক্টোবর ফের আলাপ-আলোচনায় বসব।

আনিসুল হক বলেন, প্রশ্ন উঠেছিল, ট্রেন ইউনিয়ন গঠন নিয়ে আলাপ হয়েছে। গ্রুপ অব কোম্পানিজ ট্রেড ইউনিয়ন করতে চাইলে তখন ৩০ শতাংশ শ্রমিকের সই দরকার হতো।

‘সেটিকে সংশোধন করে ২০ শতাংশ করা হচ্ছে। পর্যায়ক্রমে এটা কমানো হবে বলে আইএলও’র কাছে আমাদের অঙ্গীকার ছিল।’

সর্বশেষ - আন্তর্জাতিক