বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গাজীপুরে থানা ভবনের ব্যারাকে ঝুলছিল এসআইয়ের মরদেহ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৮, ২০২৩ ৭:৩৯ পূর্বাহ্ণ

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাক থেকে মিল্টন কুণ্ডু (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী পশ্চিম থানা ভবনের ব্যারাকে থাকতেন এসআই মিল্টন কুণ্ডু। রাতে তার ডিউটি ছিল। কিন্তু তিনি ডিউটিতে আসছিলেন না।

একপর্যায়ে তার মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করছিলেন না। পরে থানা ভবনের ব্যারাকে গিয়ে মিল্টন কুণ্ডুর কক্ষের দরজা বন্ধ দেখেন অন্যান্য পুলিশ সদস্যরা। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এসময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এসআই মিল্টন কুণ্ডুকে ঝুলতে দেখা যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে এসআই মিল্টন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক