সরকার পতনে বিএনপি নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটা দিন আছে মাত্র, এখন কিন্তু মাসও নেই। বুকের মধ্যে সব সাহস নিয়ে এগোতে হবে। এই ১৫ বছরে তারা হাজারো নেতাকর্মী মেরে ফেলেছে। গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারি হিসাবে গতকালও ৭৭ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশ বাঁচাতে সরকারকে হটাতে হবে। আপোষ করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়।
সরকারকে সরাতে না পারলে স্বাধীনতার অস্তিত্ব থাকবে না মন্তব্য করে তিনি বলেন, শুধু বিএনপির দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারকে সরাতে হলে সবাইকে রাস্তায় বেরিয়ে আসতে হবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, এখন আর এক মাসও সময় নেই। আর কয়েকটা দিন আছে। বুকের মধ্যে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, এখন তারা (আওয়ামী লীগ) একটা নতুন কথা চালু করেছে। বিএনপি নাকি সন্ত্রাসী দল। বিএনপি নয় বরং আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা। সরকারই গোটা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে। অনির্বাচিত সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে।
সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজারে নাভিশ্বাস অবস্থা। সরকারের কৃষিতে যে প্রকল্পগুলো নেয়া হয় তাতে চুরি ছাড়া কিছু নেই। সাধারন মানুষ ডিম কিনতে পাড়ছে না। শাক কিনতে পাড়ছে না। অথচ ডিসি-এসপিদের কোটি টাকার গাড়ি দেয়া হচ্ছে।
বিএনপিকে সন্ত্রাসী দল বলার উত্তরে মির্জা ফখরুল বলেন, বিএনপি যদি সন্ত্রাসী দল হয় তাহলে আওয়ামীলীগ সন্ত্রাসের বাবা।