রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইশরাক উধাও, ছোট ভাই ও গাড়িচালক আটক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৯, ২০২৩ ৩:২৫ অপরাহ্ণ

শনিবার থেকে রাজধানীসহ সারাদেশে বাসে আগুন দেওয়াসহ নানা নাশকতার মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধরতে যে অভিযান শুরু হয়েছে তারই অংশ হিসেবে ইশরাফ হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ।

তবে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন লাপাত্তা থাকায় তার ছোট ভাই ইশফাক হোসেনকে ও গাড়ি চালক রাজিবকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে ইশরাকের গুলশানের বাসায় তল্লাশি শুরু করে ডিবি পুলিশ।

ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে। সম্প্রতি নানা ঘটনায় আলোচিত হয়েছেন ইশরাক।

শনিবারের নাশকতার পর রোববার সকাল থেকেই বিএনপির শীর্ষ নেতাদের বাসায় বাসায় তল্লাশি শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক