বিএনপির আগের অবরোধ কবে শেষ হয়েছে তা মানুষ জানেনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল জেলে, আর বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধের নেতৃত্ব দেবে কে?
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
যৌথ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, ঢাকা উত্তর-দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর- দক্ষিণের সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় কাদের বলেন, এতো নির্মমভাবে একজন পুলিশকে হত্যা করতে পারে! এটাই বিএনপির আসল রূপ। তারা সাংবাদিকদেরও ছাড়েনি। এমনকি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা করেছে। নারীকর্মীদেরও ছাড়েনি, পোশাক ধরে টানাটানি করেছে, গায়ে হাত দিয়েছে। বিএনপি আন্দোলনের নামে এতো অপরাধ করেছে।
তিনি বলেন, সাংবাদিকদের কেন মারধর করা হলো? এই বিএনপি সাংবাদিক মানিক সাহা থেকে শুরু করে অনেক সাংবাদিককে হত্যা করেছে। যারা নিরপেক্ষ, বিএনপির চোখে তারা ভালো নয়।
আওয়ামী লীগ নিশ্চিতভাবে নির্বাচনেও বিজয়ের দিকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশে যে অবস্থা আছে তাতে আগামী নির্বাচনেও বিপুলভাবে বিজয়ী হবে আওয়ামী লীগ। তবে বিএনপি আরও ঘৃণ্য, জঘন্যভাবে আসবে। তাদের একমাত্র হাতিয়ার সহিংসতা।
আওয়ামী লীগ শান্তিপূ্র্ণ অবস্থানে থাকবে, সতর্ক থাকবে জানিয়ে কাদের বলেন, বিএনপি অবরোধের কর্মসূচি দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না। বরাবরের মতোই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শান্তি সমাবেশ করবে। অবরোধের নামে বিএনপি যাতে উন্নয়ন স্থাপনা নষ্ট করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
সেতুমন্ত্রী বলেন, কাউকে বাদ দিয়ে সরকারের নির্বাচনের পরিকল্পনা নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে এলো, কে এলো না সেটা সরকারের বিষয় নয়।