বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) ঢাকায় চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সকাল সকাল ৭টার দিকে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে রমজান পরিবহনের বাসের চালক দগ্ধ হন।
বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রূপায়ন টাওয়ারের সামনে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।
রাজধানীতে ৪ বাসে আগুন
বাংলামোটরে বাসে আগুন
এ ছাড়াও মিরপুরে শিকড় পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে পল্লবী এলাকায় সেতারা কনভেনশন সেন্টারের সামনে ওই বাসে আগুন দেওয়া হয়।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন সন্ধ্যায় রাজধানীর আরও তিনটি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদ জনপথের মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে, এলিফ্যান্ট রোড মাল্টি প্ল্যান সিটি সেন্টারের সামনে ৭টা ৩৫ মিনিটে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং সায়েদাবাদ জনপথের মোড় ফ্লাইওভারের নিচে ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।