শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কাশ্মীরে হাউসবোটে আগুন, তিন বাংলাদেশি নিহত

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে শ্রীনগরের ডাল লেকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে সেখান থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সাফিনা হাউসবোটে থাকা নিহত তিন পর্যটক বাংলাদেশি নাগরিক।

এদিন সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে, পরে তা অন্যান্য হাউসবোটগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

এসময় অন্তত পাঁচটি হাউসবোট আগুনে পুড়ে চাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি হাউসবোট।

অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর ‘সাফিনা’ নামের একটি হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, এ ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এছাড়া আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক