রাজধানীর পুরান ঢাকার নবাবপুর রোডের একটি বাড়ি থেকে ককটেল সদৃশ ছয়টি বস্তু, কেরোসিন তেল ও বেশ কয়েকটি দিয়াশলাই উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরিফুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নবাবপুর রোডে একটি বাড়িতে তিনজন নাশকতার উদ্দেশ্য কয়েকটি ককটেল সদৃশ বস্তু তৈরি করছে। এরপরই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু র্যাব আসার আগেই তারা পালিয়ে যায়।
পরে সেখান থেকে ককটেল সদৃশ ছয়টি বস্তু, কেরোসিন তেল ও বেশ কয়েকটি দিয়াশলাই উদ্ধার করা হয়। এ ঘটনায় কে বা কারা জড়িত ছিলো তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে সিসি ক্যামেরা দেখে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।