All Postক্রাইম সিন

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে ২১১ প্লাটুন বিজিবি মোতায়েন

পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে পোশাক কারখানায় নিরাপত্তার জোরদার করতে ঢাকা ও এর আশপাশের এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ সারাদেশে মোতায়েন করা হয়েছে ২১১ প্লাটুন বিজিবি।

বুধবার সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র‌্যাব ও অন্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।

পঞ্চম দফার এই কর্মসূচি সোমবার ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলবে।

এ সর্ম্পকিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button