আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে জিএম কাদের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনকে তিনি এ চিঠি দিয়েছেন।
নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) -এর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও- এর আর্টিকেল ১২ (৩-এ)(বি) এবং ১৬ (২)(৩) অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্ধ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এর আগে গতকাল শুক্রবার জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছিলেন, আগামী দু-এক দিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
মুজিবুল হক চুন্নু আরও বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয়ভাবে আমাদের পার্টির নির্বাচনি প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনূকুল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে।