দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল রোব ও সোমবার লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
হরতালের সমর্থনে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যার পর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুরু হওয়া মশাল মিছিলটি মালিবাগ রেলগেট হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।












The Custom Facebook Feed plugin