রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভারতকে হারিয়ে বিশ্বকাপে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১৯, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ তে ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপের শিরোপা জেতার পর ২০২৩ সালের চলতি আসরে ষষ্ঠবারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে ভারতের কাছ থেকে এ জয় তুলে নেয় তারা। ২৪১ রানের লক্ষে খেলতে নেমে ৪২ বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় অজিরা।

এদিন ব্যাট হাতে একাই ব্যবধান গড়ে দেন অজি ওপেনার ট্রাভিস হেড। ফাইনালে করেন অনবদ্য সেঞ্চুরি। শেষ জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে সিরাজের বলে গিলের হাতে ধরা পড়েন তিনি। ততক্ষণে তার ব্যক্তিগত খাতায় লেখা হয় ১৩৭ রানের এক মহা মূল্যবান ইনিংস। উইনিং শটটি আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। আর লাবুশেন অপরাজিত থাকেন ৫৮ রানে।

ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ দুই এবং মোহাম্মদ সামি ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ফাইনালের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড।

প্লেয়ার অব দ্য সিরিজি নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

সর্বশেষ - আন্তর্জাতিক