সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজধানীর একাধিক স্থানে রিজভীর নেতৃত্বে পিকেটিং

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২০, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কাওরান বাজারের সোনারগাঁও সড়ক ও সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে চারিদিকে অন্ধকার ধেয়ে এসেছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রেফতার, মিথ্যা মামলা, বাড়িবাড়ি তল্লাশি চালিয়ে পরিবারের সদস্য ধরে নিয়ে গিয়ে একদফার আন্দোলনকে সরকার রুখতে পারেনি। বিএনপিসহ সমমনা জোটদের নেতাকর্মীরা সারা দেশে জনগণকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের শান্তিপূর্ণ হরতালে রাজপথে নেমেছে।

এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। আমরা বিশ্বাস করি, জনগণের দাবি মেনে সরকার অচিরেই পদত্যাগে বাধ্য হবে।

রিজভী জানান, সারাদেশে বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে হরতাল পালন করছে। নানা বাঁধা-বিপত্তির মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল, জাসাসসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল করছে।

সরকার পদত্যাগের একদফা দাবি ও নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার হরতাল শেষ হবে। বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে রিজভী পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক