গাড়িতে আগুন, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার তাকে রাজধানীর বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মূলহোতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।
এর আগে বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন জানান, ঢালীকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে দুপুর দুইটায় র্যাব সদস্যরা ধরে নিয়ে যায়।
হরতাল অবরোধের ২৪ দিনে ১৮৫ যানে আগুনহরতাল অবরোধের ২৪ দিনে ১৮৫ যানে আগুন
আতাউর রহমান ঢালী বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা ছিলেন। আশির দশকে বাম ঘরানার ছাত্র সংগঠন নিয়ে ছাত্র মৈত্রী গঠন করা হলে তিনি সাধারণ সম্পাদক হন। পরে জাতীয় রাজনীতিতে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা হন।
গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় কয়েকটি মামলা করে পুলিশ।
ওইসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ আসামির তালিকায় আতাউর রহমান ঢালীও রয়েছেন।