বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

নাশকতার মামলায় জামিন পাওয়ার একদিন পরেই নৌকার প্রার্থী হয়ে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

বুধবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বুধবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান ওমর।

বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান তিনি। এরপর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে বিএনপির সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চারদিনের রিমান্ড দেয় আদালত।

গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

শাহজাহান ওমর বলেন, বিএনপি নির্বাচনে যাচ্ছে না বলে, বিএনপি বারবার নির্বাচন বয়কট করে বলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এই সিদ্ধান্ত নিয়েছি। ২০২২ সাল থেকেই দল ছাড়ার চেষ্টায় ছিলাম। ২৮ অক্টোবর বিএনপি দাওয়াত করেছিলো বলে সেখানে অংশ নিয়েছি। দল পরিবর্তন করা সাংবিধানিক অধিকার। আগামীতে আর দল পরিবর্তন করার ইচ্ছে নেই। কোনো চাপে নয় নৌকায় নির্বাচন করার অফার পেয়েই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপিতে নির্বাচনে না যেয়ে লাভবান হওয়ার লোক আছে। যাদের সলিড জনসমর্থন আছে তারা নির্বাচনে না যেয়ে পারেন না।

শাহজাহান ওমর বলেন, এরশাদ আমলে ধানমন্ডির ৩২ নম্বরে ঘুমিয়েছি, শেখ কামাল বন্ধু ছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শাহজাহান ওমর সাংবাদিকেদের বলেন, গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করা হয়নি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া। বেটার অপসন রেখে আমি কেনো স্বতন্ত্র প্রার্থী হব? আমি মনে করি ১৪ ও ১৮ তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিলো।

এবারও যাওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, যেখানে আওয়ামী লীগ নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি?

স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনড় রয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক