আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম।
গত ১৬ নভেম্বর হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজিকে আটক করতে র্যাব তার বাড়িতে যায়।
আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করতে যায় র্যাব। সেদিন আত্মহত্যার হুমকি দেন তমিজি। এমনকি নিজের স্ত্রীকে হত্যারও হুমকি দেন তিনি।
রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করে আসছেন তমিজি। নিজেকে ইহুদি দাবি করে ইসরাইলের সাহায্য চেয়েও ফেসবুক লাইভ করেন আদম।
গ্রেপ্তার এড়াতে আত্মহত্যার হুমকি আদম তমিজির!গ্রেপ্তার এড়াতে আত্মহত্যার হুমকি আদম তমিজির!
গত সেপ্টেম্বর মাসে নিজের পাসপোর্ট পুড়িয়ে মাঝে ব্যাপক আলোচনায় আসেন আদম। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তামিজী হককে অব্যাহতি দেয়া হয়।
ব্যবসায়ী আদম তমিজির নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা আছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায়। মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।


















