খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপের) চার নেতাকর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে দুই জনকে অপহরণের অভিযোগও তুলেছে সংগঠনটি।
সোমবার রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমার দাবি নিহতরা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনশা ত্রিপুরা। একই সঙ্গে অপহরণ করা হয় দুই জনকে।
অংগ্য মারমা জানান, সোমবার রাতে পানছড়ির পুজগাংয়ের অনীলপাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় প্রতিপক্ষের হামলা এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতা বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সূত্রটি বিষয়টি নিশ্চিত করেনি।