বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাচনী প্রচারণায় কিছু সহিংসতা হলেও বড় পরিসরে ঘটেনি: সিইসি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৮, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। তবে বড় পরিসরে কিছু ঘটেনি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ দাবি করেন তিনি।

সিইসি বলেন, আস্থার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে সহিংসতা থেকে যাবে। অহিংস পথে ভোটারদের উদ্বুদ্ধ করতে দুই কমিশন কাজ করবে।

ইসির সঙ্গে এই বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আর ইসি কর্মকর্তাদের পক্ষে নেতৃত্ব দেন কাজী হাবিবুল আউয়াল।

বৈঠক শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ভোট দিতে না দেয়া এবং জোর করে ভোট দিতে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন।

সর্বশেষ - আইন-আদালত