সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভোটের বিরুদ্ধে জনমত তৈরি, সংকট বাড়ার আশঙ্কা সিইসির

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

একটি পক্ষ নির্বাচন বর্জন করেছে। তারা চাইলে ভোটের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারেন। তবে তাতে সহিংসতা তৈরি হলে, সংকট বাড়বে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।

সোমবার (১ জানুয়ারি) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এ সময় বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এখনও স্থিতিশীল হয়ে ওঠেনি। মানুষের মধ্যে অনাস্থার আছে। ২০১৪ ও ২০১৮ সালের ভোট নিয়েও নানা আলোচনা আছে।

সিইসি বলেন, ভোট কেন্দ্র শুধু বাংলাদেশের মানুষ না, বিশ্ব দেখবে, গণমাধ্যমের সামনে সব আয়োজন হবে। বিদেশিদের বলার অধিকার আছে। কারণ সবাই একই কমিউনিটিতে বসবাস করে। তাই কাউকে কোনোভাবেই খাটো করা যাবে না। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক