মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না: হাইকোর্ট 

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩০, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি আতাবউল্লাহ’র দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি, ডান্ডাবেড়ি পরানো কেন অসাংবিধানিক হবে না এ মর্মে রুল জারি করেন আদালত। আগামী ১১ মার্চ এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

শুনানি শেষে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, এখন থেকে রাজনৈতিক কারণে চাইলেই ডান্ডাবেড়ি পরানো যাবে না। কেউ নির্দেশ অমান্য করলে আদালতের দ্বারস্থ হওয়া যাবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাস যাবত এমন ঘটনা বেড়েই গেছে। প্রয়োজনে অপ্রয়োজনেই ডান্ডাবেড়ি পরানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ - আইন-আদালত