বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আজ সরস্বতী পূজা মণ্ডপে মণ্ডপে চলছে বিদ্যা দেবীর আরাধনা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর আরাধনা হয়ে আসছে। সব বয়সের মানুষ এই পূজায় ধর্মীয় উপাচারসহ আনন্দ উদযাপন করলেও তরুণ বিদ্যার্থীদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। মৌসুমের প্রথম ফোঁটা পলাশ ও তরুণ প্রাণের উচ্ছ্বাসে মণ্ডপে মণ্ডপে পূজিত হচ্ছেন এই বিদ্যাদেবী।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।

এ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। মণ্ডপে মণ্ডপে চলবে বিদ্যা দেবীর আরাধনা।

সরস্বতী পূজা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, এই উৎসবে ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যেরই বহিঃপ্রকাশ। জ্ঞানচর্চার ক্ষেত্রে বাণী অর্চনার এই আবহ ছড়িয়ে পড়ুক বাংলার ঘরে ঘরে।

আলাদা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশে কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। ‘ধর্ম যার যার, উৎসব সবার’– এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মের উৎসব আনন্দমুখর পরিবেশে একসঙ্গে উদযাপন করি।

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও সকালে রয়েছে অঞ্জলি দান, হাতে খড়ি ও প্রসাদ বিতরণ। বিকেলে রয়েছে ধর্মীয় আলোচনা, সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা ছাড়াও তিনি বাণী ও সুরের দেবী। তাই অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে মন্ত্র উচ্চারণ করে, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রণতি জানানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক