ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদের ওপর সরকার নির্যাতন চালালেও আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। এসব করে বিরোধীদলের আন্দোলন দমানো যাবে না।
বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন বন্ধে সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, যারাই এসবের সঙ্গে জড়িত, তাদের সবারই বিচার করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালিয়ে যারা ব্যর্থ হয়েছে, তারাই নিত্যপণ্যের বাজার কারসাজিতে নেমেছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তারও জবাব দেন রিজভী।
বলেন, সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত, এটা সবাই জানে। নিজেরা কিছু না করে, শুধু বিরোধীদলের উপর দোষ চাপাতে ব্যস্ত সরকার।
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর হতাশ বিএনপি!মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর হতাশ বিএনপি!
বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের পর দেশ এক গভীর সংকটে পড়েছে। কতিপয় পুলিশ, আমলা আর সরকারি দলের টাকা পাচারকারী সুবিধাভোগী দুর্নীতিবাজ মাফিয়া চক্র ছাড়া দেশের ৯৫ ভাগ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের বিপক্ষে।
চর দখলের মতো আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলের মুখে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণকে ক্রীতদাসে পরিণত করার চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।