All Postআন্তর্জাতিক

আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের এক হওয়ার আহবান রাশিয়ার

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের মধ্যকার যাবতীয় বিভেদ ভুলে সব ফিলিস্তিনিকে এক হওয়ার আহবান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার মস্কোতে ফিলিস্তিনের একটি রাজনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহবান জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ল্যাভরভ বলেন, এই ঐক্যের প্রধান উদ্দেশ্য হবে গাজায় রক্তপাত বন্ধ করা,

আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় কিছুদিনের জন্য যুদ্ধ বন্ধ থাকলেও এ ঘটনা বারবার ঘটবে বলে মনে করছেন তিনি। এই সংঘাত পুরোপুরি বন্ধ করতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন ল্যাভরভ।

তিনি আরও বলেন, কোনো ঘরে যদি একাধিক মতের লোকজন সারাক্ষণ নিজেদের মধ্যে দ্বন্দ্বে ব্যস্ত থাকে, তাহলে সেই ঘর বা পরিবার কখনও উন্নতি করতে পারে না। দুঃখজনক হলেও সত্য যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় বাধা এটি।

ফিলিস্তিন ভূখণ্ডে গেলো কয়েক দশক ধরে ইসরাইলি আগ্রাসন ও দখলদারিত্ব জারি থাকলেও মূলত ২০০৫ সাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ২০০৫ সালের নির্বাচনে জিতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় হামাস। এর ফলে ফিলিস্তিনে কার্যত দু’টি সরকার ব্যবস্থা ক্রিয়াশীল রয়েছে।

পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (ফিলিস্তিনি অথরিটি-পিএ) বা ফাতাহের অধীনে, আর গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। এই দুই গোষ্ঠী চিরকালই পরস্পরের প্রতি বৈরী ভাবাপন্ন। আর সেই সুযোগ নিচ্ছে দখলদার ইসরাইল।

মস্কো বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো এক হলে স্বাধীন ফিলিস্তিন গঠন সম্ভব হবে।

এ সর্ম্পকিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button