রবিবার , ৩ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এলপিজির দাম আবার বাড়ল

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

ভোক্তা পর্যায়ে মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৬৬ পয়সা।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১২২ টাকা ৮৬ পয়সা। সেখান থেকে ৬৬ পয়সা বেড়ে হলো ১২৩ টাকা ৫২ পয়সা।

এর ফলে ১২ কেজি ওজনের সিলিন্ডারের বোতল আট টাকা বেড়ে নতুন দাম হচ্ছে এক হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারি মাসে এই দাম ছিলো এক হাজার ৪৭৪ টাকা।

এবার বাড়ানোর ফলে টানা আট মাস বাড়ানো হলো এলপিজির দাম। গত বছরের আগস্ট থেকে দাম বেড়েই চলেছে।

এলপিজির পাশাপাশি এদিন অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মার্চ মাসে করা হয়েছে ৬৮ টাকা ৫ পয়সা। ফেব্রুয়ারি মাসে এই দাম ছিলো ৬৭ টাকা ৬৮ পয়সা।


২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

সর্বশেষ - আন্তর্জাতিক