রবিবার , ৩ মার্চ ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এবারের সফরের যাত্রা শুরু করবে লঙ্কানরা।

এরইমধ্যে হয়ে গেছে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চায়ের বাগানে তিন ম্যাচের সিরিজের এই ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।

এই সিরিজের মাধ্যমে তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম কোনো সিরিজে খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ট্রফি উন্মোচনে পোজ নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা।

আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে একই মাঠে ৬ ও ৯ মার্চ।

সর্বশেষ - আইন-আদালত