মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৫, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মাধ্যমে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।

মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে লাল-সবুজের এই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধে আলফি আক্তারের গোলে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণ করে ভারত। ৫০ মিনিটে তাদের একটি আক্রমণ পোস্টে লাগে। চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়।

৮০ মিনিটে প্রীতি বিপক্ষের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে প্রবেশ করে অসাধারণভাবে প্লেসিংয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

শেষ ম্যাচে আট মার্চ ভুটানের বিপক্ষে পয়েন্ট হারালেও তাতে ফাইনাল নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভূটানের বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতার।

সর্বশেষ - আইন-আদালত