বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাপ্লাই চেইন মনিটরিং ব্যবস্থা শুক্রবার থেকেই: টিটু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৪, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম শুক্রবার থেকেই চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সব বড় বাজার মন্ত্রণালয়ের নজর দারিতে আছে। আর সারাদেশে নিত্যপণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে ভোক্তা অধিদপ্তর জেলা ও উপজেলা পর্যায়েও কাজ করছে।

ভোক্তাদের সুপার শপের সঙ্গে তুলনা করে কাঁচাবাজার থেকে পণ্য কেনার পরামর্ষ দেন তিনি।

আহসানুল ইসলাম টিটু বলেন, সুপারশপে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি হয়। কাঁচা বাজারে বিক্রেতা বেশি দামে বিক্রি করে অনেক সময় সেই দামই প্রতিষ্ঠিত হয়ে যায়।

তিনি বলেন, ন্যায্য দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে ভোক্তারা সুপার শপের দাম বা ফিক্সড প্রাইসকে ভিত্তি ধরতে পারেন। সে হিসাব ধরে সাধারণ খুচরা বাজারে দামাদামি করতে পারেন।

‘তবে বিষয়টি স্বতঃসিদ্ধ না। যদি সুপার শপে দাম বেশি রাখে, সেক্ষেত্রে ব্যবস্থা নেবে সরকার,’ যোগ করেন তিনি।

লেবু, বেগুনসহ কিছু পণ্যের চড়া দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৃষিপণ্য বিপনন ও বাজারজাত করার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই।

বাজার নিয়ন্ত্রণের জন্য শতভাগ সফলতা আনা সম্ভব হয়নি মন্তব্য করে তিনি বলেন, উৎপাদনের পর পরিবহনসহ অন্যান্য কারণে দাম বেড়ে যাচ্ছে।

আর ঢাকার সব বড় বাজার বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারিতে আছে বলেও জানান টিটু। বলেন, সাপ্লাই চেইন মনিটরিং এর আওতায় আসছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সরবরাহ ব্যবস্থা অনুসরণ করলেই প্রমাণিত হবে, বাণিজ্য মন্ত্রণালয় সফল নাকি ব্যর্থ।

সর্বশেষ - আইন-আদালত