All Postক্রাইম সিন

আপিল নিষ্পত্তির আগপর্যন্ত ড. ইউনূসের সাজা ও জরিমানা স্থগিত: হাইকোর্ট 

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার কর্মকর্তার সাজার রায় স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসাইনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এর ফলে ড. ইউনুসসহ চার আসামি দোষী সাব্যস্ত থাকবেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনুস সহ চার আসামির জরিমানা এবং টাকা পরিষদের যে নির্দেশ তা স্থগিত  থাকবে।
আদেশে দ্রুত আপিল নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এর আগে  এক জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে সর্বোচ্চ সাজা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে শ্রম আদালত।

২৮শে জানুয়ারি ড. ইউনূসসহ ৪ জন এই রায়ের বিরুদ্ধে আপিল করলে শ্রম আদালতের সাজা স্থগিত করে আসামিদের জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল।

 

এ সর্ম্পকিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button