উপজেলা নির্বাচনের দামামা বেজে উঠেছে। প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশন সভায় তফসিল চূড়ান্ত হওয়ার পর ঘোষণা বরা হতে।
ইসি থেকে এর আগেই জানানো হয়েছিলো, এবার দেশে কয়েক ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। আর রোজার মধ্যে তফসিল ঘোষণার করে ঈদের পর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান এর আগে বলেছিলেন, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনগুলো ৩০ এপ্রিলের মধ্যে হবে। বাকিগুলো কয়েকটা ধাপে মে মাসে করা হবে।
সেই হিসাবে ইসি থেকে জানানো হয়েছিলো, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপে ২৫ মে।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে বলা হয়েছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার থেকে এক লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জামানত পাঁচ হাজার থেকে ৭৫ হাজার টাকা করা হয়েছে।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে।


















