সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতে প্যারা ট্রুপাররা বিমান থেকে নেমে প্রধানমন্ত্রীকে সম্মান প্রদর্শন করেন।
পরে প্রধানমন্ত্রীকে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমরাস্ত্রগুলোর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিন বাহিনীর সদস্যরা।
এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে সশস্ত্র বাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো।
এছাড়াও মহান মুক্তিযুদ্ধসহ দেশ বিদেশে বিভিন্ন অভিযানে অংশ নেয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডও দেখানো হয় প্রধানমন্ত্রীকে।
সোমবার প্রদর্শনীতে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার থেকে ৩০ মার্চ পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে সমরাস্ত্র প্রদর্শনী।