শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বন্দি নিয়ে বিএনপির মিথ্যাচার, তালিকা প্রকাশের দাবি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৯, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

৮০ ভাগ নেতাকর্মী জেলে বন্দি’, বিএনপির এমন দাবিকে মিথ্যাচার বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মিথ্যাচারে বিএনপির রাজনীতি সংকুচিত হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ৮০ ভাগের কত শতাংশ এবং কোন কোন নেতাকর্মী জেলে বন্দি আছেন, তার তালিকা প্রকাশ করুন। জনগণ আপনাদের আর বিশ্বাস করে না।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের গরিব, দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করে আওয়ামী লীগের চরিত্রহনন, মিথ্যাচার ও অপপ্রচার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

এসময় বিএনপিকে মিথ্যাচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাবেদারি করেছে, নিষেধাজ্ঞা দেয়ার ষড়যন্ত্র করেছে, নির্বাচন বানচালের চেষ্টা করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনও সম্পর্ক ছিন্ন করেনি। তাদের হৃদয়ে, চেতনায় পাকিস্তান। কিন্তু আওয়ামী লীগ কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করেনা। আমাদের হৃদয়ে, চেতনায় বাংলাদেশ।

উন্নয়ন ও শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কারণে বিএনপির চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই দেশের মানুষ এখনও মোটামুটি ভালো আছে।

সর্বশেষ - আইন-আদালত