একটি আবাসিক কোয়ার্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামের ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার ভোরে ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয় বলে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে।
আদ্রিতা বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক। বামা-মায়ের সঙ্গে ফুলার রোডের কোয়ার্টারে থাকতেন তিনি। পুলিশের ধারণা, আদ্রিতা বিনতে মোশারফ প্যানের নিজের আত্মহত্যা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান জানিয়েছেন, ভোর সাড়ে ৪টায় আমাদের জানানো হয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
সেখানে চিকিৎসকরা আদ্রিতাকে মৃত ঘোষণা করেন জানিয়ে প্রক্টর বলেন, তবে কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে, সেই বিষয়ে পরিবার তেমন কিছুই জানতে পারেনি।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।