All Postজেলার খবর

ম্যানেজার উদ্ধার, পাহাড়ি সন্ত্রাসী ধরতে যৌথ অভিযান

বান্দরবানের রুমাতে সোনালী ব্যাংকে ব্যাপক লুটপাট ও অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে এবং অপহৃত ম্যানেজারকে উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রুমা উপজেলা সদরে মঙ্গলবার রাত নটার দিকে সোনালী ব্যাংকে হামলা চালিয়ে অস্ত্রসহ ব্যাপক লুটপাট চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের হাতে ছিলো ভারী অস্ত্রশস্ত্র।

সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করেছে বলে নিশ্চিত করা হলেও, কত অর্থ খোয়া গেছে তা নিশ্চিত করতে পারেননি কেউ।

বুধবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, ৭০ থেকে ৮০ জনের মতো সশস্ত্র সন্ত্রাসীরা রুমার সোনালী ব্যাংকে হানা দেয়।

অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের। ছিনিয়ে নেয়া হয় তাদের ১০টি অস্ত্র।

এসময় পাশের ইউএনও অফিসের নিরাপত্তা কর্মীরা এগিয়ে এলে তাদেরকেও আটক করে ছিনিয়ে নেয়া হয় আরো চারটি অস্ত্র। সব মিলিয়ে লুট করা হয় ১৪ অস্ত্র।

এরপর সশস্ত্র সন্ত্রাসীরা যায় পাশের মসজিদে। সেখানেই তারাবির নামাজ পড়ছিলেন সোনালী ব্যাংক রুমা শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন। মসজিদ থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে একাধিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক অভিযান।

এ সর্ম্পকিত সংবাদ

Back to top button