কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে রাতে ব্যাপক গোলাগুলি হয়েছে। যার একটি বুলেট এসে পড়েছে জাদিমুড়া ক্যাম্প ২৭ এর সিআইসি (ক্যাম্প ইনচার্জ) অফিসে।
ওই বুলেটের আঘাতে সিআইসি অফিসের সামনের একটি কাচের দরজা ছিদ্র হয়েছে। তবে রাতে অফিস বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম বলেন, রাতে জাদিমুড়া সিআইসি অফিসের পূর্ব পাশের মিয়ানমারের অভ্যন্তরে প্রচুর গোলাগুলি হয়েছে। পরে শুনি ওই ঘটনায় ব্যবহৃত একটি বুলেট সিআইসি অফিসের দরজায় এসে পড়ে। যা আমাদেরকে অফিসের নাইট প্রহরি জানিয়েছেন।
ক্যাম্প ২৭ এর দায়িত্বরত সিআইসি আব্দুল হান্নান যুগান্তরকে বলেন, রাতে মিয়ানমার থেকে ছোড়া একটি বুলেট আমাদের অফিসে এসে পড়েছে। এতে কাঁচের দরজা ছিদ্র হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।