শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৭, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ

তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন চার লাখ লিটার পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি করপোরেশন।

শনিবার আগারগাঁওয়ে পানি ছেটানোর এমন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান উত্তরের মেয়র আতিকুলউ ইসলাম।

তিনি বলেন, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছেটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল চার পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছেটানো হবে। পর্যায়ক্রমে পার্কগুলোতেও ছেটানো হবে।

মেয়র জানান, উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। এসময় প্রতিটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধও জানান তিনি।

অবৈধভাবে জলাধার ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে সে জন্যও সবার কাছে আহবান জানান মেয়র আতিক।

হিট অফিসার প্রসঙ্গে মেয়র বলেন, সিটি করপোরেশন থেকে একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার। তার জন্য সিটি করপোরেশন অফিসে কোনো চেয়ারও নেই।

মেয়র বলেন, হিট অফিসার নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) মাধ্যমে। সারা বিশ্বে সাত জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের শুধু পরামর্শ দেবেন।

সর্বশেষ - আইন-আদালত