All Postআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে।

শ্যারোলেট–মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে জানান, আগ্নেয়াস্ত্র রাখার দায়ে দোষী এক অপরাধীকে ধরতে ওই বাড়িতে গিয়েছিলেন নিহত এসব কর্মকর্তা। কিন্তু বাড়িতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের দিকে গুলি চালাতে শুরু করেন। কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলি চলে।

এরপর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে দুই ব্যক্তিতে নিজেদের হেফাজতে নেয়।

জনি জেনিংস জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টা গুলিতে এক ব্যক্তির মৃত্যু হলে অন্য বন্দুকধারীরা মার্শাল টাস্কফোর্সের সদস্যদের ওপর গুলি চালায়।

এপির খবরে বলা হয়েছে, বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠনা করা হয়।

সংঘর্ষের পর বাড়িতে একজন মহিলা এবং একজন ১৭ বছর বয়সী এক পুরুষকে পাওয়া গেছে। জেনিংস জানিয়েছেন, ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ সর্ম্পকিত সংবাদ

Back to top button