বুধবার , ৮ মে ২০২৪ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে, দেখা মিলছে না ভোটারের

প্রতিবেদক
Newsdesk
মে ৮, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা হাওর অধ্যুষিত হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম। হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় এখন মানুষ ধান কাটা এবং ফসল তুলায় ব্যস্ত সময় পার করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯০৮ জন। এখানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজমিরীগঞ্জে মোট ভোটার রয়েছেন ৯৪ হাজার ৪৮২ জন। এখানে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রবীণ ভোটার জহিরুল ইসলাম বলেন, এখন বৈশাখ মাস। ধান কাটা ও ফসল তোলার সময়। সবাই কাজে ব্যস্ত। তাই ভোটার পাওয়া কঠিন। এরপরও দুপুরের পর কিছু ভোটার আসতে পারে।

বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুল্লাহ বলেন, হাওর এলাকায় এখন ধানের মৌসুম হওয়ায় ভোটার কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে পারে বলে আশা করছি।

এদিকে রাঙ্গামাটিসহ দেশের কিছু এলাকায় বৃষ্টি মাথায় নিয়ে ভোটে কেন্দ্রে যাচ্ছেন ভোটারা। তবে ওই এলাকাগুলোতে ভোটের লাইন খুব দীর্ঘ নয়। ভোট শুরু পর এক ঘণ্টায় ভোট পড়েছে যৎসামান্য। সংশ্লিষ্টদের আশা, বৃষ্টি কমলে এবং বেলা বাড়লে ভোটারের উপস্থিতি বাড়বে।

সকাল ৯টা পর্যন্ত ভোট নিয়ে দেশের কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হওয়ার পর মঙ্গলবার কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। কিছু দুর্গম এলাকায় বিশেষ ব্যবস্থায় পৌঁছে গেছে নির্বাচন সরঞ্জাম।

এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপের ভোট হচ্ছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

হামলার অভিযোগ করলেন হাতপাখার প্রার্থী ফয়জুল করিম

বিএনপির ৫৪ নেতাকর্মীর নামে মামলা, বিদেশে থেকেও আসামি সোহরাব উদ্দিন

ভুল পথ ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহবান নানকের

পিটার হাসের নিরাপত্তা নিয়ে শঙ্কা, বিদেশি মিশনের নিরাপত্তা বজায় রাখবে বাংলাদেশ, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

বেগমগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিরপুরে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত

কিছু মানুষ একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপির যাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই ধাক্কা মারল: রুমিন ফারহানা

ক্ষতিগ্রস্ত মেট্রোস্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা