বুধবার , ১৫ মে ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রকেট শেল, গ্রেনেডসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও রকেট শেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, বুধবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের কাছে লাল পাহাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানের পর দুপুরে জননিরাপত্তার কারণে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা বিস্ফোরক, গ্রেনেড, আইইডি এবং রকেট শেল ধ্বংস করে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ (৩৮) এবং তার সহযোগী মো. রিয়াজ (২৭)। তারা দুজনই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

সালাম চৌধুরী বলেন, সম্প্রতি ক্যাম্পে হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। এরপর বাড়ানো হয় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে ক্যাম্পের পাশের লাল পাহাড়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল।

সর্বশেষ - আন্তর্জাতিক