ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে ফাইনালে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আজ কলকাতা নাইট রাইডার্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে এটা হবে তাদের তৃতীয় আইপিএল শিরোপা জয়। এর আগে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। আর সানরাইজার্স চ্যাম্পিয়ন জিতে গেলে তাদের এটি হবে আইপিএলের তৃতীয় শিরোপা। এর আগে ২০০৯ সালে ডেকান চার্জার্স নামে চ্যাম্পিয়ন হয় হায়দরাবাদ। আর ২০১৬ সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ।