ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার গণনার প্রথমে পোস্টাল ভোট গণনা হয়। এরপর শুরু হয় ইভিএমের গণনা। প্রাথমিকভাবে গণনায় ক্ষমতাসীন বিজেপি জোট এগিয়ে থাকলেও বেলা গড়াতে ফল পাল্টাতে থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপ্যাধায়ের তৃণমূল কংগ্রেস ৪২টি আসনের মধ্যে ৩০টি আসনে এগিয়ে আছে।
তার মধ্যে- বীরভূমে তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় ৪০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে।
পুরুলিয়ায় গতবার বিজেপির দখলে ছিল। তবে এবার তৃণমূলের শান্তিরাম মাহাতো এগিয়ে রয়েছেন ৩,১০৩ ভোটের ব্যবধানে। পিছিয়ে রয়েছেন বিজেপির বিদায়ী সংসদ সদস্য জ্যোতির্ময় সিং মাহাতো।
যাদবপুরে এবারও নতুন ইতিহাস রচনার পথে তৃণমূল। দলের যুবনেত্রী সায়নী ঘোষ এই কেন্দ্রে এখনও পর্যন্ত প্রায় ৫৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি। সিপিএমের সৃজন ভট্টাচার্য এই কেন্দ্রে তিন নম্বরে নেমে গিয়েছে।
ডায়মন্ড হারবারে শুরু থেকেই এগিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লাখ ৩০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
কোচবিহার লোকসভা কেন্দ্রে বিরাট বিপর্যয়ের আশঙ্কার মুখে বিজেপি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন ৭,৭০০ ভোটে। এই কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের জগীশচন্দ্র বাসুনিয়া।
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বির থেকে ৩,৩০০ ভোটে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে পিছিয়ে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া।
দুরন্ত লড়াই চলছে বহরমপুরে। ভোট গণনার শুরু থেকে কখনও এগিয়ে কখনও আবার পিছিয়ে ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। এখনও পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে চার হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
জয়নগর লোকসভা কেন্দ্রে অষ্টম রাউন্ডের পর তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রায় ৬৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আরএসপি-র সমরেন্দ্রনাথ মণ্ডলের প্রাপ্ত ভোট এক লাখ ছয় হাজার ১৪০, বিজেপির অশোক কাণ্ডারীর প্রাপ্ত ভোট ৩২৩২।
ঘাটালো ১২টা নাগাদ ঘাটালে দেবের প্রাপ্ত ভোট এক লাখ ৪২ হাজার ৪২৫। প্রতিদ্বন্দ্বি হিরণ পেয়েছেন এক লাখ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন দেব।
ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফেরা ব্যরাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংহ পিছিয়ে রয়েছেন ১০ হাজার ভোটে। তাঁর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এগিয়ে রয়েছেন। অন্য দিকে দমদমে ৮১৮৪ ভোটে এগিয়ে রয়েছেন সৌগত রায়, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে রয়েছেন ৩৯৮৮০ ভোটে। তবে বনগাঁয় বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এগিয়ে রয়েছেন ৫০২২ ভোটে।
যাদবপুর
দক্ষিণ কলকাতা
ডায়মন্ড হারবার
জয়নগর
মথুরাপুর
শ্রীরামপুর
ব্যারাকপুর
হাওড়া
উলুবেড়িয়া
বর্ধমান-পূর্ব
বর্ধমান-দুর্গাপুর
বোলপুর