রবিবার , ১৬ জুন ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দক্ষিণ গাজায় ইসরাইলের কৌশলগত বিরতি ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
জুন ১৬, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ

দক্ষিণ গাজায় বেশি পরিমাণে ত্রাণসামগ্রী প্রবেশ করাতে আক্রমণে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। অঞ্চলটির কিছু অংশে তাদের সামরিক কার্যকলাপে প্রতিদিন কৌশলগত বিরতি দেওয়া হবে।

সেখানে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা ঘোষণার পর রোববার আইডিএফ এ  ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় সকাল আটটায় বিরতি শুরু হবে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি প্রতিদিনই একইভাবে কার্যকর করা হবে।

কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ আল-দিন রোড এবং উত্তর দিকে যাওয়ার রাস্তা ধরে এ বিরতি দেওয়া হবে। এসময় সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে দখলদার সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

আইডিএফ আরও বলেছে, কৌশলগত বিরতি দেওয়া হলেও রাফাহ শহরে যুদ্ধ অব্যাহত থাকবে। সেখানে ইসরাইলি বাহিনী সশস্ত্র ইসলামী হামাস গোষ্ঠীর অবশিষ্ট ব্রিগেডকে লক্ষ্যবস্তু করছে।

এ বিরতির সময় ত্রাণ বহনকারী ট্রাকগুলোকে নিকটবর্তী ইসরাইল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং হয়ে সালাহ আল-দিন মহাসড়ক দিয়ে গাজার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন অংশে নিরাপদে ত্রাণ পৌঁছানো হবে। ইতোমধ্যে ‘কৌশলগত বিরতি’ জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক